চীনের বিরুদ্ধে কঠোর হচ্ছে ইইউ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৪
অর্থনীতি খুলে দেয়া এবং নিজেদের প্রতিষ্ঠানগুলোর প্রতি অন্যায় সমর্থন বন্ধ করার জন্য চীনকে করা অনুরোধ অগ্রাহ্য করার প্রেক্ষাপটে ইইউ এবং বেইজিং বাণিজ্যযুদ্ধের দিকে হাঁটছে বলে মনে হচ্ছে। ক্লিন প্রযুক্তি হলো এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণ। এছাড়া বৈদ্যুতিক গাড়ি এবং উইন্ড পার্কের মতো বিষয়গুলোও ইউরোপিয়ান ইউনিয়নের বিবেচনায় রয়েছে।
এছাড়া মেডিক্যাল ডিভাইজ কেনার চীনা উদ্যোগ নিয়েও তদন্ত করবে ব্রাসেলস। চলতি সপ্তাহেই এই উদ্যোগ শুরু হতে পারে।
এসব ঘটনা যখন ঘটছে, তখন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজ চীন সফর করেছেন। তিনি চীনে বলে এসেছেন, আমরা চাই না যে আমাদের কোম্পানিগুলোর ওপর কোনো বিধিনিষেধ থাকুক। তিনি বলেন যে ডাম্পিং, অতিরিক্ত উৎপাদন, মেধাসত্ত্ব লঙ্ঘনের মতো বিষয়গুলো রয়েছে।
সূত্র ; ব্লুমবার্গ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা