'সস্তা চীনা পণ্য দিয়ে দেশ ভরবেন না'
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৪, ০৪:৪০
সস্তা চীনা পণ্য দিয়ে দেশ না ভরার পরামর্শ দিয়েছেন প্রবাসী তিব্বতি সরকারের প্রেসিডেন্ট সিকিয়ং পেনপা সেরিং। চীন এখন বৈশ্বিক দক্ষিণে কৃত্রিমভাবে সস্তা পণ্য বেশি রফতানি করতে উল্লেখ করে সংশ্লিষ্ট দেশগুলোকে বেইজিংয়ের সাথে ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
এএনআইকে সেরিং বলেন, চীন এখন বৈশ্বিক দক্ষিণে অনেক বেশি রফতানি করছে। আরা আমি সংশ্লিষ্ট দেশগুলোতে বলছি যে তারা যেন তাদের দেশ সস্তা চীনা পণ্য দিয়ে ভরে না ফেলে। কারণ এগুলো আপনার দেশের শিল্পকে ধ্বংস করবে। চীন থেকে কিছুই বিনা পয়সায় আসে নিা। এগুলোর পেছনে কৌশল থাকে।
তিনি বলেন, চীনের অতিরিক্ত বিনিয়োগ এবং অতিরিক্ত সক্ষমতার কারণে তারা বিশ্ববাজার সস্তা পণ্য দিয়ে ভরে ফেলে পারে। এতে করে স্থানীয় শিল্প ও নিয়োগকে প্রভাবিত করছে।
তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) মাধ্যমে তারা বিশ্বজুড়ে মৃত অর্থনীতি সৃষ্টি করছে।
উল্লেখ্য, চীনের বিআরআইয়ের লক্ষ্য হলো এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে সংযুক্ত করা। এর লক্ষ্য হলো ব্যবসা বাড়ানো, আঞ্চলিক একীভূত বৃদ্ধি করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চাঙ্গা করা।
তবে সেরিং বলেন, এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে। তিনি আঞ্চলিক পানি সম্পদের উৎসগুলোর ওপর চীনা নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, তিব্বত থেকে ১০টি প্রধান নদী ১০টি ভিন্ন ভিন্ন দেশে গেছে। আর চীন থেকে ৫টি নদী দক্ষিণ-পূর্ব এশিয়ায় গেছে। মিয়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশে পানি এখন দুষ্প্রাপ্য পণ্যে পরিণত হয়েছে।
সূত্র : এএনআই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা