০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতি

নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতি - ফাইল ছবি

বিচ্ছিন্নতাকামী নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আর আগামীকাল বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়া শান্তি আলোচনা শুরু করবে। আজারবাইজানের নগরী ইয়েভলাখে এই আলোচনা হবে বলে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।

আর্মেনিয়ার মিডিয়া ২৪ নিউজ জানায়, নাগারনো-কারাবাখের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় মোতায়েন রুশ শান্তিরক্ষীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব তারা মেনে নিয়েছে।

নিউজ আউটলেটটি নাগারনো-কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে জানায় যে স্থানীয় সময় ১৩টা (৯:০০ জিএমটি) থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সমঝোতা হয়েছে।

আজারবাইজান কর্তৃপক্ষ দাবি করেছে, আর্মেনিয়া ২০২০ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নাগারনো-কারাবাখে সামরিক শক্তি বাড়িয়েছে। তাদের পুঁতে রাখা স্থলমাইনে বেশ কয়েকজন নিহত হওয়ার কথা তারা জানিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের চুক্তি অনুযায়ী ওই এলাকা থেকে আর্মেনিয়ার সৈন্য প্রত্যাহার করার কথা। স্থানীয় মিলিশিয়া বাহিনীও চুক্তি অনুযায়ী গুঁড়িয়ে দেয়ার কথা। তাছাড়া সেখানে পুঁতে রাখা মাইনও অপসারণ করার কথা। কিন্তু আর্মেনিয়া তা করেনি।

পার্বত্যঘেরা নাগারনো-কারাবাক আন্তর্জাতিকভাবে তেল-সমৃদ্ধ আজারবাইজানের বলে স্বীকৃত। তবে এর বেশির ভাগ অধিবাসীই জাতিগতভাবে আর্মেনিয়ান ও খ্রিস্টান। অন্যদিকে আজারবাইজান হলো মুসলিমপ্রধান দেশ।

আজারবাইজান পুরো ছিটমহলটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চাচ্ছে। তারা সেখানকার আর্মেনিয়ানদের বলছে, তোমরা হয় আজারবাইজানি নাগরিকত্ব গ্রহণ করো, কিংবা চলে যাও।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া আজারবাইজানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে প্রায় ১০০ ব্যক্তি নিহত হয়েছে বলে নাগারনো-কারাবাখের এক কর্মকর্তা জানিয়েছেন। এ ব্যাপারে আজারবাইজান কোনো তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, ২০২০ সালে ছয় সপ্তাহের যুদ্ধে নাগারনো-কারাবাখের বেশির ভাগ এলাকা দখল করে নেয় আজারবাইজান। এরপর রাশিয়ার মধ্যস্ততায় যুদ্ধবিরতি হয়।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বুধবার সকালে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে বিচ্ছিন্নতাবাদীরা তাদের অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত লড়াই চলবে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭ গ্রামের ২ ওয়ার্কশপমিস্ত্রিসহ ৩ বন্ধু বানালেন হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মারুফের পরিচয়পত্র পেশ তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তান, মিশর, ভ্যাটিকান সিটি ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত

সকল