ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে আগুন, ৩ শিশুসহ অনেকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬, আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনে তিন শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে ১০তলা বিশিষ্ট ওই ভবনের পার্কিং ফ্লোরে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
সরকারি ভিয়েতনাম সংবাদ সংস্থা জানায়, ‘কর্তৃপক্ষ ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করেছে। ৫৪ জনকে হাসপতালে নেয়া হয়েছে। এদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে।’
সরকারি এক বিবৃতিতে বলা হয়, ‘এটি একটি অত্যন্ত ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল।’
তবে মৃতের সংখ্যা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, বুধবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।
হ্যানয়ের দক্ষিণ-পশ্চিমের আবাসিক এলাকায় অবস্থিত ওই ভবনে প্রবেশ করতে উদ্ধারকর্মীদের অনেককে বেগ পেতে হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা