১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

থাকসিনের সাজা কমিয়ে ১ বছর করেছেন থাইল্যান্ডের রাজা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা - সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। তার সাজার মেয়াদ আট বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে।

শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেয়া এক ঘোষণায় এ কথা জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার এক মন্ত্রী জানান, কারাগারে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রাজকীয় ক্ষমা চেয়েছেন।

৭৪ বছর বয়সী এই ধনকুবের দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি স্ব-নির্বাসন যান। দীর্ঘ ১৫ বছর পর গত সপ্তাহে দেশে ফেরার সাথে সাথেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

তত্ত্বাবধায়ক বিচারমন্ত্রী উইসানু ক্রি-এনগাম বলেছেন, থাকসিন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর জন্য তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি এর থেকে ক্ষমা চেয়ে আবেদন করেছেন।
সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement

সকল