২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নেপালি পর্বতারোহীর ২৭তম এভারেস্ট বিজয়

- ছবি - ইন্টারনেট

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা রেকর্ড ২৭ বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ২৭তম অভিযানে তিনি বুধবার বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন।

তার অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা এএফপিকে বলেন, ‘একজন ভিয়েতনামী পর্বতারোহীকে পথ দেখিয়ে আজ সকালে তিনি সফলভাবে চূড়ায় পৌঁছেছেন।’

২০১৮ সাল থেকে ৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা এ খেতাবটি ধরে রেখেছিলেন। তখন তিনি ২২তম বারের জন্য এভারেস্টে আরোহণ করেছিলেন। তিনি আগের অন্য দুই শেরপার সাথে পর্বতারোহীর এই রেকর্ড শেয়ার করেছিলেন। তারা দু’জনই অবসর নিয়েছেন।

কিন্তু রোববার আরেক পর্বতারোহী, ৪৬ বছর বয়সী পাসাং দাওয়া শেরপা ২৬তমবারের মতো এভারেস্ট শীর্ষে পৌঁছানোর রেকর্ড করেছেন। বুধবার কামি রিতা শেরপা ২৭তম রেকর্ড করলেন।

কামি রিতা শেরপা দুই দশকেরও বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে একজন গাইড হিসেবে কাজ করছেন। একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় ১৯৯৪ সালে প্রথম ৮,৮৪৮-মিটার (২৯,০২৯-ফুট) চূড়ায় আরোহণ করেন তিনি।

তারপর থেকে তিনি প্রায় প্রতিবছরই এভারেস্টে আরোহণ করেছেন, বিশ্বের সর্বোচ্চ স্থানে যাওয়ার পথ তৈরি করতে বেশ কয়েকবার রুপ-ফিক্সিং টিমের নেতৃত্ব দিয়েছেন।

শেরপা গত মাসে বেস ক্যাম্পে যাওয়ার সময় এএফপি’কে বলেছিলেন, ‘এই রেকর্ডগুলো তৈরি করার উদ্দেশে নয় বরং আমার গাইড হিসাবে কাজ করার সময় এভারেস্ট আরোহণের এই রেকর্ডগুলো হয়েছে।’

‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত কামি রিতা শেরপা ১৯৭০ সালে হিমালয়ের থামে নামের একটি গ্রামে জন্ম গ্রহণ করেন, যা সফল পর্বতারোহীদের জন্য একটি বিচরণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত।

বড় হয়ে শেরপা তার বাবাকে দেখেছে এবং তারপরে তার ভাই ডনকে পর্বতারোহীদের পথপ্রদর্শক হিসেবে অভিযানে যোগ দিতে দেখেছে এবং শিগগিরই তিনি তাদের পদাঙ্ক অনুসরণ করছেন।

২০১৯ সালে তিনি ছয় দিনের ব্যবধানে দু’বার এভারেস্ট চূড়ায় পৌঁছেছিলেন।

বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটির অবস্থান নেপালে। প্রতি বসন্তে শত শত অভিযাত্রীকে স্বাগত জানায় এই পর্বত শৃঙ্গ। এই সময় তাপমাত্রা উষ্ণ থাকে এবং বাতাস সাধারণত শান্ত থাকে।

নেপাল কর্তৃপক্ষ এই বছর বিদেশী পর্বতারোহীদের জন্য ৪৭৮টি পারমিট জারি করেছে। প্রতিটি সাসিটের খরচ ৪৫,০০০ ডলার থেকে ২০০,০০০ ডলার। প্রতিটি সামিটে মোট খরচের ১১,০০০ ডলার পারমিট ফি।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল