১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে মোখার তাণ্ডবে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

মিয়ানমারে মোখার তাণ্ডবে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার - ছবি : সংগৃহীত

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে একটি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। এ সময় বাতাসের তীব্র গতির কারণে কেঁপে উঠেছে তিনতলা বাড়ি-ঘরও।

রোববার দুপুর দেড়টার দিকে দেশটির রাখাইন রাজ্যের রাজধানী সিট্যুয়েতে মোখার এ প্রভাব পরিলক্ষিত হয়।

মিয়ানমার আবহাওয়া দফতর দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়েছিল, ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে রাখাইনের সিট্যুয়ের দিকে অগ্রসর হচ্ছে।

ওই সময় সংস্থাটি আরো জানিয়েছিল, বেলা সাড়ে ১১টায় সিট্যুয়ের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে, মংদু থেকে ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং রাখাইনের কাইয়াফ্যু থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থান করছিল।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ঘূর্ণিঝড় মোখা সিট্যুয়েতে আঘাত হানে। এ সময় বাতাসের তীব্র গতির কারণে গাছপালা উপড়ে যায়। কাঁপতে শুরু করে ঘরবাড়ি।

উল্লেখ্য, রোববার সকাল থেকে মোখার প্রভাবে সিট্যুয়ে ও দক্ষিণে থান্ডওয়ে শহরে প্রবল বাতাস ও বৃষ্টি লক্ষ্য করা গেছে।

সূত্র : মিয়ানমার নাউ


আরো সংবাদ



premium cement