১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রতিশোধ হিসেবে কানাডার কূটনীতিবিদকে বহিষ্কার করলো চীন

প্রতিশোধ হিসেবে কানাডার কূটনীতিবিদকে বহিষ্কার করলো চীন - ছবি : সংগৃহীত

কানাডার এক এমপি ও তার পরিবারকে ভয় দেখানোর অভিযোগে সোমবার চীনা কূটনীতিক ঝাও ওয়াইকে বহিষ্কার করেছিল কানাডা৷ এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার সাংহাইয়ের কানাডীয় কনস্যুলেটে কর্মরত এক কূটনীতিককে বহিষ্কার করেছে চীন৷

কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়, কানাডার সাংসদ মাইকেল চং ও তার পরিবারকে হংকংয়ে ভয় দেখানো হয়েছিল৷ চীনা কূটনীতিক ঝাও এই কাজে জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

উইগুর মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগে চীনের সমালোচনা করে ক্যানাডার সংসদে আনীত এক প্রস্তাবে সই করেছিলেন মাইকেল চং৷ ২০২১ সালের এক গোপন নথির সূত্র উল্লেখ করে প্রতিবেদনটি প্রকাশ করে দ্য গ্লোব অ্যান্ড মেইল৷

এই প্রতিবেদনের পর চীনা কূটনীতিককে বহিষ্কার করে ক্যানাডা৷ এ প্রসঙ্গে ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেন, ‘আমি স্পষ্ট বলেছি : আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবো না৷ ক্যানাডায় কর্মরত কূটনীতিকদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এই ধরনের আচরণে লিপ্ত হন, তাহলে তাদের দেশে পাঠানো হবে৷'

তবে বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন' এবং একটি অপপ্রচার বলে অভিহিত করেছে৷ ‘যদি ক্যানাডিয়ান পক্ষ দায়িত্বজ্ঞানহীন ও স্বেচ্ছাচারীর মতো আচরণ করে তাহলে চীনের দৃঢ় এবং কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে৷'

এদিকে অটোয়ার চীনা দূতাবাসের এক মুখপাত্র কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ এনেছেন৷ কানাডা যুক্তরাষ্ট্রের ‘চীনবিরোধী' অ্যাজেন্ডায় যুক্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

এর আগে ২০১৮ সালে ক্যানাডার চীনের হুয়াওয়ের এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছিল৷ তার প্রতিশোধ হিসেবে চীন দুজন কানাডীয় নাগরিককে আটক করেছিল৷

এছাড়া চীন ২০১৯ ও ২০২১ সালের ক্যানাডার নির্বাচন প্রভাবিত করতে চেয়েছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে৷
সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’

সকল