১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

- ছবি : ইউএনবি

জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কাও নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্প তথ্য কেন্দ্র জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর মধ্য পশ্চিম উপকূলের কাছে ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, নিগাতা প্রিফেকচারের নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চিন্তার তেমন কিছু নেই।

জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, ছোট ছোট ঢেউ আসতে পারে, তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনা ঘটে, যা আজও সেখানকার মানুষদের মধ্যে প্রতিধ্বনিত হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement