১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সু চির দল বিলুপ্ত করেছে মিয়ানমার সামরিক জান্তা

আং সান সু চি - ছবি : সংগৃহীত

মিয়ানমারের সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত আং সান সু চির দলক ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ভেঙে দিয়েছে। নতুন নির্বাচনী আইনের আওতায় দলটি নতুন করে নিবন্ধিত হওয়ার জের ধরে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

জানুয়ারি মাসে সামরিক বাহিনী আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচনী আইনের আওতায় নতুন করে নিবন্ধিত হতে রাজনৈতিক দলগুলোকে দু'মাসের সময় দেয়। তবে বিরোধীরা বলছে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না। এনএলডি আসন্ন নির্বাচনকে অবৈধ হিসেবে অভিহিত করে জানিয়েছে, তারা এতে অংশ নেবে না।

সু চির দলের নির্বাচিত আইনপ্রণেতা বো বো ওও বলেন, অনেক রাজনৈতিক নেতা ও অ্যাক্টিভিস্ট যখন কারাগারে, সামরিক বাহিনী যখন লোকজনকে নির্যাতন করছে, তখন কোনো নির্বাচনকে আমরা গ্রহণ করতে পারি না।

গত ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি বিপুলভাবে বিজয়ী হয়। তবে তিন মাস পর সেনাবাহিনী অভ্যুত্থান করে, সু চিকে বন্দী করে।

নোবেলজয়ী সু চিকে (৭৭) বিভিন্ন মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement