২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নেপালে বিমান দুর্ঘটনা : পোখরা যাচ্ছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল

জরুরি বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল - ছবি : সংগৃহীত

নেপালের কাসকি শহরের পোখরায় ইয়েতি ইয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় পোখরা পরিদর্শনে যাবেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।

প্রধানমন্ত্রীর প্রেস সহকারী সূর্য কিরন শর্মা এ তথ্য জানান।

তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রধামন্ত্রীর বালুওয়াটার বাসভবনে এক জরুরি মিটিং চলছে। মিটিং শেষ হলে তিনি পোখরার উদ্দেশে রওনা দেবেন।

প্রেস সহকারী বলেন, প্রধানমন্ত্রীর দুর্ঘটনাস্থল পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে উপ-প্রধানমন্ত্রী এবং বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা থাকতে পারেন।

দুর্ঘটনাকবলিত ইয়েতি ইয়ারলাইন্সের বিমানটি কাঠমুন্ডু থেকে পোখরার উদ্দেশে সকাল ১০টা ৩৩ মিনিটে যাত্রা শুরু করে। এটি সেটি গোর্জ এলাকায় বিধ্বস্ত হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এটি দেশের পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরলা বলেন, দুর্ঘটনার আশেপাশে পাহাড়ী এলাকায় শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিষ্কার ছিল।এটি কাঠমুন্ডু থেকে ৭২ আরোহী নিয়ে যাত্রা করেছিল।

বিমান বিধ্বস্তের পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে।

‘আরো লাশ পাওয়া যাবে বলে আমরা আশঙ্কা করছি। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে,’ সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন।

উল্লেখ্য, নেপালের ইতিহাসে এটিআর-৭২ সিরিজের বিমান দুর্ঘটনা এটিই প্রথম।

সূত্র : দ্যা হিমালায়ন


আরো সংবাদ



premium cement