১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৭

আফগানিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৭ - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের সামাঙ্গান প্রদেশের রাজধানী আয়বাকে অবস্থিত জাহদিয়া মাদরাসায় শিক্ষার্থী দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য জড়ো হলে এ বিস্ফোরণ ঘটে।

সামাঙ্গানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেন, মাদরাসাটিতে অনেক ছাত্র পড়াশোনা করে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যারা এর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে এ কাজের জন্য শাস্তি দেয়া হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আয়বাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার এক চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতা আসার পর দেশটির বিভিন্ন স্থানে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে বহু হামলার ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামিক স্টেট এ সব হামলা চালানোর দাবি করে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল