১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেয়াদ শেষ হলেই নির্বাচন হবে : পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল - ছবি - ইন্টারনেট

পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, আগামী আগস্টে সরকারের মেয়াদ শেষ হবে, এরপরই সাধারণ নির্বাচন হবে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল এবং মিত্ররা প্রাদেশিক পরিষদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর রোববার মন্ত্রী এই কথা বলেছেন।

ইসলামাবাদে লং মার্চের সমাপ্তি টানার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খান ঘোষণা দেন যে যত দ্রুত সম্ভব তার দল খাইবার পাখতুন ও পাঞ্জাবসহ প্রাদেশিক পরিষদ থেকে সরে দাঁড়াবে।

এই ঘোষণার পর জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘যতদূর নির্বাচনের বিষয়ে জানা আছে, এমনকি পিটিআইও জানে যে দেশে আগাম নির্বাচন সম্ভব নয় কারণ বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশে পুনর্বাসনের কাজ শেষ হতে প্রায় ছয় থেকে আট মাস সময় লাগবে।’

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement