২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইরান ভিন্নমতাবলম্বী সাবেক ফুটবল তারকাকে জামিনে মুক্তি দিয়েছে

ইরানের জাতীয় দলের ভোরিয়া ঘাফুরি - ছবি : ভয়েস অফ আমেরিকা

ইরানের বিশিষ্ট ভিন্নমতাবলম্বী হোসেইন রোনাগি এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ভোরিয়া ঘাফুরিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে বলে শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মাহসা আমিনির মৃত্যুতে ছড়িয়ে পরা বিক্ষোভের বিরুদ্ধে ইরানের দমন-পীড়নে যে কয়েকজন বিশিষ্ট অধিকার কর্মী, সাংবাদিক ও আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে এই দু’জনও রয়েছেন।

কুর্দি বংশোদ্ভূত ২২ বছর বয়সী মাহসা আমিনি গত ১৬ সেপ্টেম্বর দেশটির তথাকথিত কঠোর পোশাক বিধি অনুসরণ না করার কারণে নৈতিকতা পুলিশ কর্তৃক আটক এবং পরে মারা যায়।

ইরানের ফারস সংবাদ সংস্থা শনিবার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলে, ‘ভোরিয়া ঘাফুরি এবং হোসেইন রোনাগিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।’

ঘাফুরি একজন কুর্দি, তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। বিক্ষোভে অংশ নেয়া বা সমর্থন করার অভিযোগে আটক চারজন বর্তমান ও অভিজ্ঞ ইরানি ফুটবল খেলোয়াড়ের মধ্যে তিনি একজন- অন্য তিনজন হলেন হোসেইন মাহিনি, পারভিজ ব্রোমান্দ এবং হামিদরেজা আলি আসগারি।

৩৭ বছর বয়সী রোনাগি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একজন প্রতিবেদক, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিক্ষোভ শুরু হওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয় এবং এভিন কারাগারে নিয়ে যাওয়া হয়। দু’মাস ধরে অনশন ধর্মঘট শুরু করার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

হোসেইন রোনাগির ভাই হাসান টুইটারে লিখেছেন, ‘হোসেইন রোনাগি আজ রাতে চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়েছেন।’

জাতিসঙ্ঘের মতে, আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নে প্রায় ১৪ হাজার লোককে গ্রেফতার করা হয়। যার মধ্যে কয়েকজন বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী ও ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন।

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে এটিকে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল