২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছয় মাস পর আবারো করোনায় মৃত্যু দেখলো চীন

ছয় মাস পর আবারো করোনায় মৃত্যু দেখলো চীন - ছবি : ডয়চে ভেলে

আবার চীনে দ্রুত ছড়াচ্ছে করোনা। প্রতিদিন ২৪ হাজার মানুষ আক্রান্ত। মে মাসের পর আবার করোনায় মৃত্যু চীনে।

বেজিংয়ে করোনায় আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ও রোজ যেভাবে চীনে করোনা ছড়াচ্ছে, তা থেকে স্পষ্ট যে, আবার করোনার গ্রাসে পড়েছে চীন। বেজিং-সহ দেশজুড়েই করোনার প্রসার রুখতে কড়াকড়ি করেছে তারা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার ওই বৃদ্ধের মৃত্যুর কথা জানিয়ে বলে, ২৫ মে-র পর আবার করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলেন। ছয় মাস আগে সাংহাইতে একজন মারা গেছিলেন।

বিশ্বে এখন করোনার প্রকোপ আগের থেকে অনেক কম। বিশ্বের বিভিন্ন দেশ এখন করোনাকে সাথে করে বাঁচার নীতি নিয়েছে। কিন্তু চীন আগের মতোই 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলেছে। তারা করোনা দেখা দিলেই নিভৃতবাসের ব্যবস্থা করছে। অসুস্থ মানুষের সাথে কে কে সংস্পর্শে এসেছিলেন, তা খুঁজে বের করে তাদেরও কোয়ারান্টিনে রাখছে। তারপরেও এতজন প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন।

এই মাসের শুরুর দিকে চীন বিদেশ থেকে যাত্রীরা এলে বিমানবন্দরে কড়াকড়ি কম করে দেয়। নিভৃতবাসে থাকার সময়ও কমিয়ে দেয়া হয়।

তবে তারা 'জিরো কোভিড' নীতি থেকে সরে আসেনি। রোববার বেজিংয়ে ৬২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বেজিংয়ের মানুষকে অন্য জেলায় না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

প্রচুর রেস্তোরাঁ, দোকান, শপিং মল, অফিস ও অ্যাপার্টমেন্ট ব্লক বন্ধ করে দেয়া হয়েছে। অনেক পার্ক, জিম, স্পোর্টস হল বন্ধ।

দক্ষিণের শহর গুয়ানঝাউ এখন করোনার হট স্পট। রোববার সেখানে আট হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে ও হাইঝু জেলায় সকলের করোনা পরীক্ষা হচ্ছে। নানান কড়াকড়ি চালু করা হয়েছে। লকডজাউনও ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বালিয়াডাঙ্গীতে বিএনপির আলোচনা সভা টর্চ লাইটের আলো চোখে পড়ায় বৃদ্ধকে পেটাল কিশোর গ্যাং চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত বরিশালে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ইসতিসকার নামাজ আদায় নারী ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে ভালুকায় মানববন্ধন ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরা উপকূলের মানুষ বিভিন্ন স্থানে ইসতিস্কার নামাজ আদায়

সকল