২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারের সামরিক শাসন টিকিয়ে রেখেছে চীন, রাশিয়া ও ভারত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (ডানে) সাথে মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন আং হ্লাইঙ - ছবি : সংগৃহীত

মিয়ানমারের সামরিক শাসন টিকিয়ে রেখেছে চীন, রাশিয়া ও ভারত এবং তাদের সমর্থনের ওপর ভর করেই দেশটিতে মানবাধিকার লঙ্ঘন ঘটছে। আন্তর্জাতিক আইনপ্রণেতাদের একটি দল এ মন্তব্য করেছেন।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে পার্লামেন্ট সদস্যরা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি বিশেষ করে বেইজিং ও মস্কোর 'দৃঢ় ও সংশয়হীন' সমর্থনের কারণে মিয়ানমারের সামরিক বাহিনীকে দেয়া আসিয়ানের (অ্যাসোসিয়েশন ফর সাউথইস্ট এশিয়ান নেশন্স) প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় কোনো ধরনের অগ্রগতি হয়নি।

আট আইনপ্রণেতার ওই গ্রুপটি জানায়, এখন আসিয়ানের ওই পরিকল্পনা ত্যাগ করে মিয়ানমারের গণতান্ত্রিক বিরোধীদলের প্রতি সমর্থন জোরদার করার জোরাল পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। আসিয়ান মানবাধিকারবিষয়ক পার্লামেন্টেরিয়ান গ্রুপের (এপিএইচআর) সহায়তায় দীর্ঘ তদন্ত শেষে তারা এই মন্তব্য করেন।

তারা জানায়, যেসব দেশ গণতন্ত্রকে সমর্থন করে, তাদের উচিত মিয়ানমারের ছায়া ঐক্য সরকারকে (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট- এনইউজি) সমর্থন করা। কারণ, তারাই এখন দেশটির বৈধ কর্তৃত্ব ধারণ করে। আইনপ্রণেতারা ঐক্য সরকারকে তহবিল এবং বিদ্রোহী সশস্ত্র গ্রুপগুলোকে অস্ত্র প্রদানের আহ্বানও জানান।

তারা অবিলম্বে এসব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

তাদের প্রতিবেদনে বলা হয়, ভারত স্বীকৃতি এবং আন্তঃসীমান্ত সম্পর্কের মাধ্যমে মিয়ানমারের সামরিক সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।
সূত্র : আলজাজিরা

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন

সকল