২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারত-চীন সীমান্ত সঙ্ঘাতে নাক না গলানোর বার্তা রাশিয়ার

ভারত-চীন সীমান্ত সঙ্ঘাতে নাক না গলানোর বার্তা রাশিয়ার - ছবি : সংগৃহীত

গত ২৮ মাস ধরে চলা ভারত ও চীনের মধ্যে সীমান্ত অচলাবস্থার মাঝেই বড় ঘোষণা দিল রাশিয়া।

রাশিয়া স্পষ্টভাবে বলেছে, ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত সঙ্ঘাতে কোনোভাবেই রাশিয়া নাক গলাবে না। সীমান্ত সঙ্ঘাত উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়। এটা থেকে নিজেকে দূরে রাখবে রাশিয়া। পাশাপাশি এই বিষয় নিয়ে আমেরিকাকেও কটাক্ষ করেছে রাশিয়া।

ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত ইস্যু নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, ‘আমরা ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে মাথা ঘামাতে চাই না। এটা দু’দেশের দ্বিপক্ষীয় বিষয়। আমরা দু’দেশের দ্বিপক্ষীয় বিরোধ নিষ্পত্তিতে জড়াতে চাই না। আমরা শুধু সীমান্ত সংক্রান্ত বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে ভারত ও চীন দু’দেশকেই উৎসাহিত করছি।’

ডেনিস আরো বলেন, ‘রাশিয়া সীমান্ত ইস্যু নিয়ে দু’দেশের বিরোধ সম্পর্কে সচেতন তারা।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছু দিন আগে এক বিবৃতিতে বলেন, ‘এশিয়ার ভবিষ্যৎ ভারত ও চীনের সুসম্পর্কের ওপরেই রয়েছে। দু’দেশের সঙ্ঘর্ষের মধ্যে নয়।’

এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘ভারত সময়মতো তা ডেলিভারি পাবে এবং এর সাথে রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতের কোনো প্রশ্ন জড়িত নেই।’

সম্প্রতি, ফরাসি প্রেসিডেন্ট জাতিসঙ্ঘে রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত নিয়ে প্রধানমন্ত্রী মোদির মনোভাবে ঢালাও প্রশংসা করেন। একই সাথে আমেরিকা ও বিট্রেন যুদ্ধ নিয়ে মোদির মনোভাবের প্রশংসা করেছেন।

সেই নিয়েও রুশ রাষ্ট্রদূত অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘পশ্চিমী দেশগুলো মোদির মন্তব্যের ব্যাখ্যা নিজেদের মতো করেই করে নিয়েছে।’

একই সাথে তেল সরবরাহের বিষয়ে তিনি বলেন, ‘জি-৭ দেশগুলোর প্রস্তাবিত মূল্য যদি যথাযথ না হয় তবে রাশিয়া বিশ্ব বাজারে তেল সরবরাহ বন্ধ করে দেবে।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সকল