০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

উত্তর কোরিয়া সম্পর্কে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানালেন দক্ষিণ কোরিয়ার দূত

উত্তর কোরিয়া সম্পর্কে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানালেন দক্ষিণ কোরিয়ার দূত - ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক দূত আহ্বান জানিয়েছেন যাতে, কিম জং উনের শাসনের অধীনে বসবাসরত মানুষের মানবাধিকার উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায় দক্ষিণ কোরিয়ার সাথে সহযোগিতা করে।

সোওল-এ অবস্থিত কোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, লি শিন-হোয়া বলেন, তিনি বিশ্বাস করেন উত্তর কোরিয়ার মানুষের ‘বেঁচে থাকার জন্য’ এমন উদ্যোগ প্রয়োজনীয়।

হিউম্যান রাইটস ওয়াচ উত্তর কোরিয়াকে ‘বিশ্বের সবচেয়ে দমনমূলক দেশগুলোর একটি’ হিসেবে ব্যাখ্যা করে।

২৮ জুলাই দায়িত্ব গ্রহণের পর থেকে দুই সপ্তাহ ধরে লি তার নতুন দায়িত্বটি পালন করছেন। তার আনুষ্ঠানিক পদবী হলো উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা দূত।

উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক আইনের আওতায় ২০১৬ সালে পদটি সৃষ্টি করা হয়। তারপর সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইনের প্রশাসনের আমলে এই পদ প্রায় পাঁচ বছর শূন্য ছিল। সাবেক ওই প্রেসিডেন্ট আন্তঃকোরিয়া সমঝোতার প্রচেষ্টায় বেশি গুরুত্ব দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে লি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়ার মানবাধিকারের সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সমস্যা।

লি বলেন, মানবাধিকার সমস্যার উন্নয়ন এবং গণতন্ত্রের প্রসার সমান্তরাল পথে রয়েছে। সেটি মাথায় রেখে, আমাদের অবশ্যই উত্তর কোরিয়ার মানবাধিকারের বিষয়টি নিয়ে শুধু এভাবে এগোনো উচিৎ না যে তা দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্য মীমাংসার একটি বিষয়, বরং তা সর্বজনীন মানবাধিকারের মূল্যবোধের ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মীমাংসা করতে হবে।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে পারিবারিক কলহে এনজিও পরিচালকের আত্মহত্যা ডিগ্রি তৃতীয় বর্ষের ২ অক্টোরের পরীক্ষা ১৪ নভেম্বর গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা সন্তানের নামকরণ নিয়ে বাবা-মায়ের তীব্র বিরোধ, ৩ বছর পর সিদ্ধান্ত এলো আদালত থেকে রাজনৈতিক প্রতিহিংসায় এ সিদ্ধান্ত : খালেদা জিয়ার আইনজীবী নতুন নেতৃত্বে ইবির জিয়া পরিষদ ডিমের এসব পদ আর ভালো লাগছে না, তাহলে পেটপুরে খেতে তৈরি করুন শাকসুকা পাটগ্রামে গৃহবধূকে শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগ শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ৯ জনের লিভারপুলকে হারালো টটেনহ্যাম বিশ্বকাপে পাঁচ পেসারের উপর নজর থাকবে স্টেইনের পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

সকল