২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান - ফাইল ছবি

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রথম ভূমিকম্পের আধঘণ্টা পরে ফের কম্পন অনুভূত হয়। সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভূমিকম্প হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মাটির নিচে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। হুয়ালিয়েন শহরের ৩৮ কিলোমিটার দূরে এই কম্পন হয়েছে। তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বহু দূর পর্যন্ত তার রেশ ছড়িয়ে পড়ে।

কম্পনের আধঘণ্টা পরে ফের ভূমিকম্প অনুভূত হয় কোনো কোনো এলাকায়। তবে তার মাত্রা খুব বেশি ছিল না। সাধারণত এমন কম্পনের পর সুনামি সতর্কতা জারি হয়। তবে এদিন এখনো পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মহাদেশীয় প্লেটের অবস্থানের কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ২০১৬ সালের ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ১৯৯৯ সালে মৃত্যু হয়েছিল দুই হাজারেরও বেশি মানুষের।


আরো সংবাদ



premium cement