১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ভারতে ফের করোনার দাপট, কেরালায় বাড়ছে উদ্বেগ

ভারতে ফের করোনার দাপট, কেরালায় বাড়ছে উদ্বেগ - ছবি : সংগৃহীত

চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাব আবারো বাড়ছে ভারতে। নতুন করে কেরালায় বাড়তে শুরু করেছে সংক্রমণের সংখ্যা। ফলে যথেষ্ট উদ্বিগ্ন দক্ষিণের রাজ্য প্রশাসন।

গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫২৯ ও ৪৪২ জন।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন। যা আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে শনাক্তের সংখ্যা ০.০৪ শতাংশ বেড়েছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালেও সুস্থতার হার স্বস্তিজনক।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement