১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীই

শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীই - ছবি : সংগৃহীত

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বুধবার দেশটির অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

দ্বীপ দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয় ঘোষণা করেছে যে, পূর্বসূরীর পদত্যাগের পর তার ঐক্যের সরকারে যোগদানে আমন্ত্রণ জানানোর দুই সপ্তাহ পর বিক্রমাসিংহ শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে কয়েক মাস ধরে দেশটিতে খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুৎ সংকট ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি সামলাতে পারছে না সরকার। সংকটের জন্য ক্ষমতাসীন রাজাপক্ষে পরিবারকে দায়ী করে গণবিক্ষোভ করছেন দেশটির মানুষ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement