২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তামিল বিদ্রোহীদের ফিরে আসার খবর নাকচ শ্রীলঙ্কার

-

আর্থিক দুর্দশার প্রতিবাদে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী গণবিক্ষোভ। এমন পরিস্থিতিতে দেশটির তামিল বিদ্রোহীরা (এলটিটিই) নতুন করে সংঘবদ্ধ হতে শুরু করেছেন। আবার

শ্রীলঙ্কায় এক যুগেরও পরে তামিল টাইগার্স তথা এলটিটিই বিদ্রোহীরা পুনর্গঠিত হয়ে এবং দেশটিতে আবারো হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। ভারতের গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এক প্রতিবেদনে পত্রিকাটি এ দাবি করে।

তবে গতকাল শনিবার হিন্দুর এ প্রতিবেদন নাকচ করে দিয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর এ খবর জানিয়েছে।

সম্প্রতি দ্য হিন্দু প্রতিবেদন প্রকাশ করার পর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গতকাল শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। এমন নিরাপত্তা হুমকি নিয়ে আমরা কোনো গোয়েন্দা সতর্কতা পাইনি।’

ভারতীয় গোয়েন্দাদের এমন দাবিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলঙ্কার রাজনীতিকেরাও। তামিল প্রগতিশীল জোটের নেতা ও কলম্বোর বিরোধীদলীয় এমপি মানো গানেসান বলেন, ‘এলটিটিই পুনরায় সংঘবদ্ধ হওয়ার খবর শ্রীলঙ্কার সামাজিক প্রেক্ষাপটের জন্য ক্ষতিকর। কারণ, শ্রীলঙ্কায় জাতিগত সম্পর্ক উন্নত হচ্ছে।’

তিনি বলেন, ‘এই সংবাদ কতটা সত্য? গোয়েন্দা সূত্রের উৎস কী? ভারতীয় নাকি বিদেশী? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষের কাছে আরো ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কয়েক দশক ধরে লড়াই করে লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম (এলটিটিই)। ভেলুপিল্লাই প্রভাকরণের নেতৃত্বাধীন এ বিদ্রোহী দলটির বিরুদ্ধে ২০০৯ সালে শ্রীলঙ্কার সরকার চূড়ান্ত অভিযান চালিয়ে তাদের পরাজিত করে। ওই অভিযানে নিহত হন প্রভাকরণ। তার পর থেকেই তামিল বিদ্রোহীদের তৎপরতা শেষ হয়ে যায়।


আরো সংবাদ



premium cement
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসঙ্ঘ বেড়াতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

সকল