২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের ভিসা পেলেন ৭৪ বছর পর ভাইয়ের সাক্ষাত পাওয়া সেই ভারতীয়

- ছবি সংগৃহীত

৭৪ বছর পর গত ১১ জানুয়ারি পাকিস্তানে অবস্থিত শিখ সম্প্রদায়ের তীর্থস্থান করতারপুর রাহদারিতে মিলিত হন ভারত ও পাকিস্তানে বসবাসকারী দুই ভাই। এবার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলিত হতে সেই বড় ভাই হাবিবকে ভিসা দিল পাকিস্তান।

শুক্রবার নয়া দিল্লীতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশন এক টুইটে এ তথ্য নিশ্চিত করে।

ওই টুইটে জানানো হয়, পাকিস্তানে থাকা বড় ভাই হাবিবের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাতের জন্য তাকে পাকিস্তানের ভিসা দেয়া হলো।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় আলাদা হওয়া দুই ভাই হাবিব ও সিদ্দিক। বড় ভাই সিদ্দিক থাকেন ভারতের পাঞ্জাবে আর ছোট ভাই সিদ্দিক পাকিস্তানের ফয়াসালাবাদে। পাকিস্তানে অবস্থিত শিখ সম্প্রদায়ের তীর্থস্থান করতারপুর রাহদারি তাদের মধ্যে প্রথমবার মিলন ঘটায়।

উল্লেখ্য যে, ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানি সরকার করতারপুর রাহদারি উন্মুক্ত করার পর ভারত-পাকিস্তান দু’দেশের শিখ সম্প্রদায়ই তাদের ধর্ম প্রবর্তক গুরু নানকের জন্মদিনে এখানে মিলিত হন। করতারপুর করিডোর খুলে দেয়া পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় শিখদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। এর মাধ্যমে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকার বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়।

সূত্র : ডেইলি জং ও জিও নিউজ


আরো সংবাদ



premium cement

সকল