২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাত : নিহত ১, আহত ৪১

ইন্দোনেশিয়ার জাভায় মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাতে ধোয়াচ্ছন্ন আকাশ - ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরুর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একজন নিহত ও ৪১ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয়রা জানান, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির কাছাকাছি থাকা গ্রাম ধ্বংসস্তুপে ঢেকে গিয়েছে। অপরদিকে অগ্ন্যুৎপাতের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গিয়েছে।

১৫ হাজার মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ওঠায় ওই স্থানের কাছে দিয়ে বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের জেরে আগ্নেয়গিরির পাঁচ কিলোমিটার অঞ্চল পর্যন্ত নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় এক কর্মকর্তা তরিকুল হক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কারণে কাছাকাছি মালাঙ শহরের সাথে সড়ক সংযোগ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, 'অগ্ন্যুৎপাতের পর থেকেই পরিস্থিতি দ্রুতই গুরুতর হচ্ছে।'

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্ন্যুৎপাত ও অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

সমুদ্রসীমা থেকে তিন হাজার ছয় শ' ৭৬ মিটার উঁচু মাউন্ট সেমেরুতে এর আগে গত বছর ডিসেম্বরে অগ্ন্যুৎপাত হয়। এই ঘটনায় স্থানীয় হাজার হাজার লোক নিজ বাড়ি ছাড়তে বাধ্য হয়।

ইন্দোনেশিয়ার ১৩০টি জীবন্ত আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement