২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন বাংলাদেশী শিক্ষার্থী

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন বাংলাদেশী শিক্ষার্থী -

মালয়েশিয়ার আদালতের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন এক বাংলাদেশী শিক্ষার্থী। বছর চারেক আগে তিন কেজি ৮৭৫ গ্রাম গাঁজা পাচারের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার দেশটির বিচারপতি হানিফাহ ফারিকুল্লাহর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দিয়েছেন।

আপিল বিভাগ জানিয়েছে, হাবিবুল তার কক্ষে গাঁজা থাকার কথা জানতেন, এটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

হাবিবুল্লাহ খান মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র।

রায়ে বিচারপতি হানিফাহ বলেন, মোহাম্মদ হাবিবুল্লাহ আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে তার হোটেল কক্ষে মাদকের একটি ব্যাগ পাওয়া গেলেও সেটি জাওয়াদ নামের আরেক শিক্ষার্থীর ছিল। জাওয়াদ বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতেন। গাঁজাসহ হাবিবুল্লাহ গ্রেফতার হওয়ার পর জাওয়াদ আত্মহত্যা করেছেন।

আপিল বেঞ্চের বিচারক হানিপাহ ফারিকউল্লাহ বলেন, বিচারিক আদালত হাবিবুলের আত্মপক্ষ সমর্থনে দেয়া ওই বক্তব্য বিশ্বাস না করে ধরেই নিয়েছিলেন যে অভিযোগ অস্বীকার করার জন্য আসামি ওই যুক্তি দিচ্ছে।

রায়ে বলা হয়, নিম্ন আদালতের বিচারক মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন হোস্টেল ওয়ার্ডেন শাজেরীন কামারুদ্দিনের সাক্ষ্যের ভিত্তিতে। ওয়ার্ডেন সেখানে বলেছিলেন, তার কাছে অভিযোগ ‘স্বীকার করেছিলেন’ হাবিবুল।


আরো সংবাদ



premium cement