২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরান-আজারবাইজান তিক্ততা মিটে যাচ্ছে?

ইরান-আজারবাইজান
ইসরাইল প্রসঙ্গে দ্বন্দ্ব চলছে ইরান ও আজারবাইজানের মধ্যে। - ছবি : সংগৃহীত

আজারবাইজান বলেছে, তারা ইরানের সাথে বিদ্যমান কূটনৈতিক তিক্ততা আলোচনার মাধ্যমে অবসান করতে চায়।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সাথে তাদের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের টেলিফোন আলোচনা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী আজারবাইজানে সক্রিয় রয়েছে- ইরানের এমন অভিযোগের পর থেকে দেশ দুটির মাঝে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে।

এক বিবৃতিতে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘উভয় পক্ষই উল্লেখ করেছে সাম্প্রতিক সময়ে সম্পর্কের জন্য ক্ষতিকর কিছু বাক্য প্রয়োগ হলেও তা দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করতে পারবে না। এখন আমাদের উচিত আলোচনার মাধ্যমে সকল দূরত্বের অবসান ঘটানো।’

‘উভয় মন্ত্রীই আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের নীতিগুলোকে সর্বদা সম্মান করার উপর গুরুত্ব দেন।’

আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনের ব্যাপারে উভয় দেশের সম্মত হওয়ার বিষয়টি ইরানও নিশ্চিত করেছে।

গত মাসে ইরান অভিযোগ করেছিল, আজারবাইজানে তাদের শত্রু ইসরাইলের সেনা উপস্থিতি রয়েছে।

তবে বাকু তার প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, অক্টোবরের শুরুর দিকে আজারবাইজানের সীমান্তের কাছে সেনা প্রশিক্ষণ চালিয়েছিল ইরান।

অপরদিকে, সাম্প্রতিক মাসগুলোতে আজারবাইজানে অস্ত্র সরবরাহ করছে ইসরাইল এবং দু’দেশের মধ্যে সামরিক বন্ধুত্ব শক্তিশালী হয়েছে।

এসব কারণে দু’দেশের মধ্যে চাপা দ্বন্দ্ব বিরাজ করছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement