২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ প্রচারে কাজাখস্তানে ইসলামী টিভি চ্যানেল

ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ প্রচারে কাজাখস্তানে ইসলামী টিভি চ্যানেল - ছবি সংগৃহীত

বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র কাজাখস্তানে ‘মুনারা টিভি’ নামে বিশেষ একটি ইসলামী টেলিভিশন চ্যানেল চালু হয়েছে। দেশটির মুসলিমবিষয়ক ধর্ম বিভাগের উদ্যোগে চ্যানেলটি ইতিমধ্যেই দেশব্যাপী ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানমালার সম্প্রচার শুরু করেছে।

ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, দেশত্ববোধ জাগ্রত করা, উন্নত চরিত্র গঠন, পরিচ্ছন্ন বিশ্বাস এবং কাজাখ ও ইসলামী সংস্কৃতির প্রচারই চ্যানেলটির অন্যতম লক্ষ্য বলে দেশটির মুসলিমবিষয়ক ধর্ম বিভাগ জানিয়েছে। তথ্য-প্রযুক্তির উন্নয়ন; লক্ষ্য-২০২০-২০২৫-এর আওতায় কর্তৃপক্ষ এটি প্রতিষ্ঠা করেছে।

এর আগে অবশ্য কভিড সংক্রমণের পরপর-ই কাজাখস্তানের গ্র্যান্ড মুফতি শায়খ নুরিজাবা হাজি তাজুনোলি ‘কানাতুশ শাআব’ নামে একটি টিভি চ্যানেল চালু করেন। লকডাউনের আবদ্ধ সময়ে যাতে মুসলমানদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ইসলামের বিধান ও রীতি-নীতি শেখানো যায়- সে লক্ষ্যে তিনি এটি চালু করেছিলেন।

সূত্র : এরাবিক রেডিও


আরো সংবাদ



premium cement