২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে বাড়ছে জরুরি অবস্থার সময়সীমা

মিয়ানমারের সৈন্য - ছবি : সংগৃহীত

মিয়ানমারে জরুরি অবস্থা ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এই ঘোষণা করেন তিনি।

ভাষণে একইসাথে প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন তিনি।

এই সময় তিনি মিয়ানমারে 'স্বাধীন ও নিরপেক্ষ বহুদলীয় নির্বাচন' অনুষ্ঠানের ঘোষণা দেন।

ভাষণে জেনারেল হ্লাইং আবার গত নভেম্বরের বেসামরিক সরকারের অধীনে সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন।

নির্বাচনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির নেত্তৃত্বের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জয়ের পর দেশটির
সামরিক বাহিনী তাতমাদাও তা প্রত্যাখ্যান করে। বেসামরিক সরকারের সাথে সামরিক বাহিনীর নির্বাচন নিয়ে বিতর্কের জেরে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়।

মিয়ানমারের অবস্থা পর্যব্ক্ষেণকারী থাইল্যান্ডভিত্তিক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে শনিবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত নয় শ' ৪০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বিক্ষোভ সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে গ্রেফতার হয়েছেন ছয় হাজার নয় শ' ৯৪ জন। বর্তমানে বন্দী রয়েছেন পাঁচ হাজার চার শ' ৪৪ জন। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরো এক হাজার নয় শ' ৬৪ জনের নামে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল