২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাঘ করোনায় আক্রান্ত!

বাঘ করোনায় আক্রান্ত - ছবি- সংগৃহীত

জাকার্তার একটি চিড়িয়াখানায় দু’টি সুমাত্রান বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সুস্থ্য হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা রোববার জানান, বিপন্ন প্রাণীগুলো কিভাবে অসুস্থ হয়েছিল তারা তা অনুসন্ধান করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ৯ বছর বয়সী টিনো ও ১২ বছর বয়সী হ্যারির জুলাইয়ের মাঝামাঝি সময়ে ফ্লুর মতো উপসর্গ, শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও ক্ষুধা কমে যাওয়ার পর এদের ভাইরাস পরীক্ষায় কোভিডি পজিটিভ ধরা পরে। কিন্তু পুরুষ বাঘ দু’টি চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে। এদের ক্ষুধা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বাঘ দু’টি আবার সক্রিয় হয়ে উঠেছে।

জাকার্তার পার্কস অ্যান্ড ফরেস্ট সার্ভিসের প্রধান সুজি মার্সিতাবতী এক বিবৃতিতে বলেন, উভয় প্রাণীই এখন সুস্থ। তাই আমরা এখন উৎস খুঁজে বের করার চেষ্টা করছি।

দেশটিতে ৩৪ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত ও ৯৪ হাজারের অধিক করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement