২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য দায়ী ডেল্টা ধরণ

- ছবি - সংগৃহীত

চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চলছে। দেশটির কর্মকর্তারা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য করোনার ডেল্টা ধরণকে দায়ী করেছেন।

চীনের ১৪টি প্রদেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশটিতে জুলাই মাসে উপসর্গমূলক সংক্রমণের সংখ্যা ৩২৮ হয়েছে, যা ফেব্রুয়ারি থেকে জুন এ সময়ের সংখ্যার সমান।

এক প্রেস ব্রিফিংয়ে ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বলেছেন, বর্তমানে সংক্রমণের প্রধান ধরণই হলো ডেল্টা। এটি ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

চীনের উহানে ২০১৯ সালে করোনা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে। চীন খুবই সাফল্যের সাথে ভাইরাসটি নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু নতুন ধরণের এই ভাইরাস নিয়ন্ত্রণে দেশটিকে এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং বিমানবন্দর থেকে ডেল্টা ধরণ ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই প্রদেশের শত শত লোক লকডাউনে রয়েছে।

তবে তীব্র সংক্রামক ডেল্টা ধরণের পাশাপাশি চীনে পর্যটন মৌসুম হওয়ায় সংক্রমণের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে।

শনিবার নতুন করে আরো দুটি প্রদেশে সংক্রমিত রোগী পাওয়া গেছে। এ দুটি প্রদেশ হলো ফুজিয়ান ও শানজি।

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ভাইরাসবিদ ফেং জিজিয়ান বলেছেন, ডেল্টা ধরণের বিরুদ্ধে কোভিড ভ্যাকসিনের কার্যকারিতা কিছুটা কমেছে। তবে বর্তমানের এই ভ্যাকসিন এখনো ডেল্টা ধরণের বিরুদ্ধে যথেষ্ট কার্যকরী।

এদিকে চীনে দেশজুড়ে এ পর্যন্ত এক কোটি ৬০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন চলতি বছরের শেষ নাগাদ ৮০ শতাংশ লোককে টিকার আওতায় নেয়া হবে।


আরো সংবাদ



premium cement

সকল