২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সীমান্ত লঙ্ঘনের দায়ে ১৩ আর্মেনীয় সৈন্যকে আজারবাইজানের কারাদণ্ড

আজারবাইজান-আর্মেনিয়ার সীমান্ত পাহারা দিচ্ছেন দুই আজারবাইজানি সৈন্য - ছবি : টিআরটি ওয়ার্ল্ড/রয়টার্স

আজারবাইজানের এক আদালত অবৈধভাবে সীমান্ত পারপারের অভিযোগে আর্মেনিয়ার সামরিক বাহিনীর ১৩ সদস্যকে ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালতের আদেশে বলা হয়, সীমান্ত লঙ্ঘনের দায়ে দণ্ডপ্রাপ্ত এই সৈন্যদের কারাদণ্ড ভোগের পর আর্মেনিয়ায় ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার আজারবাইজানের আদালতের এই আদেশের জেরে আর্মেনিয়ার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

গত বছরের ২৭ সেপ্টেম্বর, আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে আর্মেনীয় সামরিক বাহিনী আজারবাইজানি সৈন্য ও সাধারণ মানুষের ওপর হামলা করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।

৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করে আজারবাইজান বিভিন্ন শহর ও অন্তত তিন শ’ জনবসতি ও গ্রামের নিয়ন্ত্রণ নেয়, যা প্রায় তিন দশক আর্মেনীয় দখলের অধীনে ছিল।

যুদ্ধ বন্ধ করতে ও সংঘাতে দীর্ঘস্থায়ী সমাধানের উদ্দেশে দেশ দু’টি রাশিয়ার মধ্যস্থতায় ১০ নভেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তির শর্ত অনুসারে প্রায় তিন দশক আর্মেনিয়ার দখলে থাকা আজারবাইজানি ভূখণ্ড নাগরনো কারাবাখ ও সন্নিহিত অঞ্চল আজারবাইজানের দখলে আসে।

যুদ্ধ বন্ধ হলেও আজারবাইজানের ভূমি অতিক্রম করা ৬০ জনের বেশি আর্মেনীয় সৈন্যকে বন্দী রাখে আজারবাইজান। পরে কিছু সৈন্যকে অবশ্য ছেড়ে দেয়া হয়।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement