২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ম্যাগলেভ ট্রেন, গতিবেগ ঘণ্টায় ৬০০ কিলোমিটার

ম্যাগলেভ ট্রেন, গতিবেগ ঘণ্টায় ৬০০ কিলোমিটার -

বিশ্বের দ্রুততম ট্রেন এখন চিনের ম্যাগলেভ ট্রেন। ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ট্রেন। ইতোমধ্যেই চিনের শানডং প্রদেশের কিংডাও শহরে চালু হয়ে গেছে এই ট্রেন।

৩০০ কিলোমিটারের একটু বেশি গতিতে ছুটতে পারে বুলেট ট্রেন। কিন্তু এই ম্যাগলেভ ট্রেনের গতি বুলেট ট্রেনেরও দ্বিগুণ।

জানা গেছে, চৌম্বকশক্তি ব্যবহার করে এই ট্রেন চালানো হচ্ছে। এই ম্যাগলেভ ট্রেনে রয়েছে সর্বনিম্ন দুটি থেকে সর্বোচ্চ দশটি কামরা। এবং প্রতিটি কামরায় উঠতে পারবেন ১০০ জন করে যাত্রী।

তাহলে যা দাঁড়াল, বুলেট ট্রেনের থেকেও গতিময় ট্রেন এসে গেল বিশ্বে।
সূত্র : দিনকাল


আরো সংবাদ



premium cement