২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মুক্তাঞ্চল গঠনে ভূমিকা রাখবে তুরস্ক : এরদোগান

আলিয়েভ (বামে) ও এরদোগান (ডানে) - ছবি সংগৃহীত

আজারবাইজানের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করছে তুরস্ক। এরই অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আজারবাইজান সফর করছেন। আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া আজেরি ভূখণ্ড শুশা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আঙ্কারা।

তিনি শুশা এলাকা পরিদর্শন করেন। এই সফরেই শুশা পুনর্গঠন ইস্যুতে চুক্তি সই হচ্ছে। ২৮ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে ঐতিহাসিক শুশা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে শহরটি পরিদর্শন করলেন এরদোগান।

এছাড়া এই সফরে এরদোগানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজেরি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভও উপস্থিত থাকবেন।

গত বছর তুরস্কের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান।

স্ত্রী ছাড়াও এরদোগানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, তুর্কি সরকারের যোগাযোগ পরিচালক ফাহরেতিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন, ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির মুখপাত্র ওমর সেলিক এবং ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে তুর্কি প্রতিনিধি দলের প্রধান ওসমান আকান বাক।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement