২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আরো কত দিন পরতে হবে মাস্ক? কী বলছে ‘ডব্লিউএইচও’

অন্যকে সুরক্ষিত রাখতেও মাস্ক পরা জরুরি - ছবি নয়া দিগন্ত

করোনার সংক্রমণ ছড়ানোর হার কখনো কমছে, কখনো বাড়ছে। তবে এ কথা বোঝাই যাচ্ছে যে, এখনই মহামারী করোনার এ পরিস্থিতি পুরোপুরি কেটে যাবে না।

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আপাতত মাস্ক না ছাড়তেই পরামর্শ দিচ্ছেন। মনে রাখা জরুরি, মাস্ক ছাড়া কারো সামনে এসে পড়লে বিপদের আশঙ্কা যথেষ্ট।

সামনে হঠাৎ কেউ হাঁচতে বা কাশতে পারেন। সে সময়ে ঢাল হয়ে দাঁড়াতে পারে মাস্ক। তাছাড়া, উপসর্গহীন করোনা সংক্রমিত মানুষও আশপাশে অনেক রয়েছেন। তাদের সংস্পর্শে এলেও তো মাস্ক রক্ষা করতে পারবে আপনাকে। শুধু নিজেকে সুরক্ষিত রাখা নয়, আপনার থেকেও যাতে কোনো ভাইরাস না ছড়িয়ে পড়ে তার জন্যও মাস্ক দরকার। সব দিক থেকে সচেতন হলে, তবেই কমানো যাবে করোনা সংক্রমণের এ হার।

ডব্লিউএইচও বলছে সবার থেকেই করোনা সংক্রমণ ছড়ানোর প্রবণতা আটকানো জরুরি। না হলে মহামারী করোনার এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া কঠিন। মানুষ যত বেশি অসাবধান হবে, তত বার ভাইরাস নতুন রূপ ধারণ করতে পারে।

সূত্র : আনন্দোবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement