১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মালয়েশিয়া জুড়ে আবারো বেড়েছে লকডাউন

- ছবি নয়া দিগন্ত

মালয়েশিয়ায় করোনা মহামারী মোকাবেলায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) লকডাউন আবারো দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। চলমান লকডাউন (এমসিও) আগামী ১৪ জুন পর্যন্ত বহাল ছিল। আগামী ১৫ জুন থেকে এ লকডাউন বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে। সিনিয়র মন্ত্রী দাতুক ইসমাইল সাবরী ইয়াকুব স্থানীয় গণমাধ্যমের সাথে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন করোনা সংক্রমণ পাঁচ হাজারের বেশি এবং মৃত্যু ৫০-এর বেশি থাকায় লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্বান্ত নেয়া হয়েছে।

লকডাউনে লাখ লাখ বাংলাদেশী প্রবাসী এখন গৃহবন্দী অবস্থায় আছে। তাদের সবাই এখন কর্মহীন বেকার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৮৪৯ জন। করোনায় মারা গেছেন ৮৪ জন। দেশটিতে করোনায় মোট মারা গেছেন তিন হাজার ৭৬৮ জন।


আরো সংবাদ



premium cement