২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফিলিস্তিন নিয়ে ওআইসি’র জরুরি বৈঠক রোববার

ওআইসি’র জরুরি বৈঠক রোববার - ফাইল ছবি

গাজায় চলমান ইসরাইলি নৃশংসতায় এ পর্যন্ত ৮৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও আছে। এ ইসরাইলি আগ্রাসন ও পূর্ব জেরুসালেমের পাশের এলাকা শেখ জাররাহ থেকে ফিলিস্তিদের জোর করে উচ্ছেদের বিষয়ে ইসলামী সহযোগিতা সংগঠন ওআইসি এক জরুরি বৈঠক আহ্বান করেছে।

এ বৈঠকে ফিলিস্তিনিদের এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ওআইসির পক্ষ থেকে বলা হয়েছে এ বৈঠক আহ্বান করা হয়েছে সৌদি আরবের অনুরোধে। দেশটি বর্তমানে এ সংস্থার সভাপতি।

আগামী রোববার এ বৈঠকটি ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইসলামী সহযোগিতা সংগঠন ওআইসি টুইটারে বলেছে, ‘ওআইসির সভাপতি সৌদি আরবের অনুরোধে রোববার এ ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হবে। সকলের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে এ সংস্থাটির কার্যকরী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

সংস্থাটি আরো বলেছে, এ বৈঠকে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন, আল-কুদস ও আল-আকসাতে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement