২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল তালেবান

আফগানিস্তান জুড়ে তিন দিনের যুদ্ধবিরতি - ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমগ্র আফগানিস্তান জুড়ে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। রমজান মাস শেষ হলে বৃহস্পতিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। রোববার তারা এ ঘোষণা দেয়।

আফগানিস্তানের বহু প্রদেশে সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবানের হামলা বৃদ্ধির পর এ ঘোষণা দেয়া হয়। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের ঘোষণার পর আফগান সরকার ও তালেবানদের মধ্যেকার এ সঙ্ঘাত বেড়ে গেছে।

যুদ্ধবিরতির বিষয়ে তালেবান কর্তৃপক্ষ রোববার জানায়, তাদের নেতারা সকল তালেবান যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছে শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা না করতে। এ যুদ্ধবিরতির মাধ্যমে আফগান জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদে ঈদ উৎসব পালন করতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আফগান সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে আশা করা যায় যে পূর্বেকার মতো তারাও এবার যুদ্ধবিরতির ঘোষণা দেবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement