১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের জেল

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের জেল দেয়া হয়েছে। - ছবি : বিবিসি

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের জেল দেয়া হয়েছে। হংকংয়ে ‘অবৈধ গণ-জমায়েত’ আয়োজনে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

শুক্রবার আদালতে হাজির হওয়া অন্য গণতন্ত্রপন্থী ব্যক্তিদের মধ্যে জিমি লাই হলেন একজন যিনি এর আগেও ২০১৯ সালের গণতন্ত্রপন্থী একটি বিশাল বিক্ষোভের সাথে যুক্ত ছিলেন।

অ্যাপল ডেইলি নামের সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়স্ক লাই চীনের কট্টর সমালোচক।

হংকংয়ের মানবাধিকার ও স্বাধীনতার ওপর মূল দেশটির (চীনের) কঠোর দমননীতির ধারাবাহিকতায়ই জিমি লাইয়ের বিরুদ্ধে আদালতের এ রায় এলো।

শুক্রবার অন্যান্য গণতন্ত্রপন্থী কর্মীদেরকে ২০১৯ সালের ১৮ ও ৩১ আগস্ট দু’বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার জন্য সাজা দেয়া হয়েছে। এসকল গণতন্ত্রপন্থী কর্মীদের মধ্যে রয়েছেন বিখ্যাত প্রচারক মার্টিন লি (৮২), আইনজীবী মার্গারেট এনজি (৭৩)। তাদের সাজা এতদিন স্থগিত ছিল।

এ সপ্তাহের শুরুতে জিমি লাই জেল থেকে একটি হাতে লেখা চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি বলেন, ‘সাংবাদিক হিসেবে আমাদের দ্বায়িত্ব ন্যায়ের অনুসন্ধান করা। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এ বিষয়টি ততদিন চলমান থাকবে যতদিন না আমরা অসত্য প্রলোভনের শিকার হয়ে অন্ধ হয়ে যাব বা শয়তানকে আমরা অনুসরণ করব।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement