২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুর্দশাকে দুর্ভিক্ষের সাথে তুলনা করলেন কিম জং উন

কিম জং উন - ছবি : এপি/কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের অর্থনৈতিক দুর্দশাকে 'আর্ডুয়াস মার্চ' (কঠিন যাত্রা) হিসেবে বর্ণনা করে তা মোকাবেলায় প্রস্তুতির জন্য আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে দেয়া ভাষণে তিনি এই আহ্বান করেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক সংবাদে জানায়।

'আর্ডুয়াস মার্চ' ১৯৯০-এর দশকে উত্তর কোরিয়ার দীর্ঘ দুর্ভিক্ষকে নির্দেশ করতে প্রতিশব্দ হিসেবে দেশটিতে ব্যবহৃত হয়। সোভিয়েত রাশিয়ার পতন, প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উত্তর কোরিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ চলে। ওই দুর্ভিক্ষে অন্তত দুই লাখের বেশি মানুষের প্রাণহানী হয়।

এর মাধ্যমে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুর্দশার ভয়াবহতাকে স্বীকার করে নিয়েছেন কিম জং উন।

ভাষণে তিনি বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি ডব্লিউপিকের (ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া) সেন্ট্রাল কমিটি ও পুরো পার্টির সেল সেক্রেটারিদেরসহ সর্বস্তরের সংগঠকদের আহ্বান করার, আরো কঠিন অপর একটি আর্ডুয়াস মার্চ মোকাবেলার প্রস্তুতি নিয়ে খানিকটা হলেও আমাদের জনগণকে উদ্ধার করতে হবে।'

তিনি আরো বলেন, 'আমাদের সামনে আরো বাধা ও প্রতিকূলতা রয়েছে। সুতরাং অষ্টম পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের সংগ্রাম সহজসাধ্য হবে না।'

এর আগে জানুয়ারিতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম দলীয় কংগ্রেসে কিম জং উন স্বনির্ভর নিজস্ব অর্থনীতি তৈরি, আমদানির ওপর নির্ভরতা কমানো ও দেশীয় উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল