২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত ৫৩৬

নিহত সহযোদ্ধার ছবি নিয়ে নিরব বিক্ষোভ - ছবি : সংগৃহীত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুই মাস পর চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে অন্তত ৫৩৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সাবেক রাজবন্দীদের প্রতিষ্ঠিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বুধবার পর্যন্ত অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে জান্তা কর্তৃপক্ষের হাতে ৫৩৬ জন নিহত হয়েছেন। অপরদিকে বন্দী রয়েছেন দুই হাজার সাত শ' ২৯ জন।

প্রতিবেদনে জানানো হয়, বুধবার রাতে মাগউই অঞ্চলের গ্যান্টগাও টাউনশিপে কালাই শহরমুখী রাস্তায় সামরিক বাহনকে আটকানো হলে জান্তা বাহিনী গুলি করলে অন্তত দুইজন নিহত হয়।

সংস্থাটি আরো জানায়, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত সশস্ত্র সংগঠনগুলোর একটি জোট অভ্যুত্থানের বিরুদ্ধে যুক্ত বিবৃতির পর মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে ওই সংগঠনগুলোর সংঘর্ষ শুরু হয়েছে।

এতে বলা হয়, সংঘর্ষ থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে এবং কয়েক জন সংঘর্ষের মধ্যে পড়ে আহত, এমনকি নিহত হয়েছে।

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল