২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফেব্রুয়ারির পর চীনে প্রথম করোনা রোগী শনাক্ত

করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা নিচ্ছেন এক চীনা নাগরিক - সূত্র : নিউ ইয়র্ক টাইমস

চীনে ফেব্রুয়ারির পর প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়।

চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্যা পিপলস ডেইলির অধীন স্বাস্থ্য বিষয়ক পত্রিকা হেলথ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার লিউ নামের এই রোগীর করোনা সংক্রমণ শনাক্ত হয়। এর আগে মধ্য চীনের শানছি প্রদেশের শিয়ান শহরের হাসপাতালে কোয়ারেন্টিন এলাকায় গত ৪ মার্চ থেকে নিয়োগ তিনি নিয়োগ পান। ওইখানে কোয়ারেন্টিনে থাকা রোগীদের করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার নমুনা সংরক্ষণের দায়িত্বে ছিলেন তিনি।

চীনে ১৪ ফেব্রুয়ারির পর নতুন করে এই করোনা সংক্রমণ শনাক্ত করা হলো।

ওই প্রতিবেদনে শানছি প্রদেশের বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়, কোয়ারেন্টিন এলাকায় দুর্ঘটনাক্রমে লিউ উন্মুক্ত হয়ে পড়ার পর তিনি ভাইরাস সংক্রমিত হন। এর আগে জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দুই দফা টিকা নেন লিউ।

বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement