২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আফগান সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৯

আফগান সেনা হেলিকপ্টার - ছবি : আনাদোলু এজেন্সি

আফগানিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের গুলিতে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। হেলিকপ্টার ভূপাতিত হওয়ার এই ঘটনায় সামরিক বাহিনীর নয় সদস্য নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানায় কর্তৃপক্ষ।

দেশটির কেন্দ্রীয় মাইদান ওয়ারদাক প্রদেশের বেহসুদ জেলায় বুধবার সন্ধ্যায় শিয়া সশস্ত্র নেতা আলী পুরের সাথে কথিত 'সংযুক্ত' বিদ্রোহীরা গুলি করে ওই হেলিকপ্টার ভূপাতিত করে বলে জানান প্রাদেশিক কাউন্সিলের সদস্য শরিফুল্লাহ হোতাক।

অপরদিকে কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনায় নিহতের বিষয় নিশ্চিত করে জানিয়েছে, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

স্থানীয় শিয়া হাজারা সম্প্রদায়ের স্বঘোষিত সশস্ত্র নেতা আলী পুরকে প্রদেশে কোনো প্রকার অস্থিতিশীলতা সৃষ্টি না করার শর্তে গত বছর মুক্তি দেয়া হয়। সম্প্রদায়টির পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অপর এক ঘটনায়, রাজধানী কাবুলে বৃহস্পতিবার একটি বাস লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত তিন আফগান সরকারী কর্মচারী নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র ফিরদাউস ফারামারজ আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানান।

তিনি বলেন, উত্তর কাবুলের খের খানা মহল্লায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছেন তারা।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement