২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কাবুলে বোমা হামলায় কারা চিকিৎসকসহ নিহত ৫

কাবুলে বোমা হামলায় কারা চিকিৎসকসহ নিহত ৫ - ছবি : সংগৃহীত

আফগানিস্তানে সাম্প্রতিক গাড়ি বোমা হামলায় চারজন কারা চিকিৎসকসহ পাঁচজন নিহত হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার গাড়িতে লাগানো এক বোমা বিস্ফোরণে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে ছিলেন আফগান কারাগারে শত শত তালেবান বন্দীদের নিয়ে কাজ করা চার চিকিৎসক।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ জানান, শহরের দক্ষিণাঞ্চলীয় জেলার পুল-ই-চরখি কারাগারে চিকিৎসকরা যাওয়ার পথে ওই বিস্ফোরণ হয়। কারাগারটি ছিল ওই চিকিৎসকদের কর্মস্থল।

ফারামারজ আরো বলেন, গাড়িতে সংযুক্ত একটি ‘চৌম্বকীয় বোমা’ বিস্ফোরণে চার চিকিৎসক এবং এক পথচারী নিহত ও আরো দু’জন এতে আহত হয়। কাবুলের পূর্ব উপকণ্ঠে অবস্থিত পুল-ই-চরখি কারাগারে কয়েক শ’ তালেবান যোদ্ধা ও অন্য অপরাধী বন্দী রয়েছে।

তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা চলতে থাকা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে শহরটিতে একের পর এক মারাত্মক সহিংসতার ঘটনা ঘটছে।

সম্প্রতি কাবুল ও অন্য প্রদেশে সাংবাদিক, রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের টার্গেট হত্যাকাণ্ড প্রচলিত রূপ নিয়েছে।

উগ্রবাদী স্টেট গ্রুপটি কাবুলে সাম্প্রতিক কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এ পর্যন্ত প্রায় কয়েক ডজন লোক ওইসব হামলায় নিহত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement