২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আফগান সেনাদের হামলায় ৮ তালেবান যোদ্ধা নিহত

- সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে তালেবান বিদ্রোহীদের হামলা পর সরকারি সেনাদের পাল্টা হামলায় আট তালেবান যোদ্ধা নিহত হয়েছে। রোববার সারারাত তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষ হয়।

আফগান সেনারা তালেবান গেরিলাদের ওপর বিমান হামলা চালায় এবং এতে সামরিক ঘাঁটিতে হামলার মূল পরিকল্পনাকারী এবং অন্য সাত যোদ্ধা নিহত হয়।

আফগান সামরিক বাহিনীর মুখপাত্র ফাওয়াদ আমান জানান, পরিকল্পনাকারী তালেবান যোদ্ধার নাম হামজা ওয়াজিস্তানি।

উল্লেখ্য, গজনী সামরিক ঘাঁটির কাছে রোববার সকালে একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে হামলা চালানো হয়। ওই হামলায় ৩০ জন নিহত এবং ২৪ জন আহত হয়।

গজনী হাসপাতালের পরিচালক বাজ মুহাম্মদ হেমাত জানান, নিহতদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। গত কয়েক মাসে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর যে হামলা হয়েছে রোববারের এ হামলা ছিল তার মধ্যে সবচেয়ে ভয়াবহ। পার্সটুডে


আরো সংবাদ



premium cement