২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাসের উৎস ভারত বা বাংলাদেশে?

করোনাভাইরাসের উৎস ভারত বা বাংলাদেশে? - ছবি : ডেইলি মেইল

করোনাভাইরাসের উৎস চীন নয়, বরং ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে হতে পারে। এমনই দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। তারা ভাইরাসটি বিস্তারের দায় অন্যদের ওপর চাপিয়ে দিতেই এই প্রয়াস চালাচ্ছে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

চীনা বিজ্ঞানীরা করোনাভাইরাসের উৎপত্তির জন্য ৯টি দেশের নাম বলেছেন। এসব দেশ হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গ্রিস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক প্রজাতন্ত্র, রাশিয়া ও সার্বিয়া। তবে ভারতের নামই বিশেষভাবে তারা বলছেন। তারা দাবি করছেন, গত গ্রীস্মে তাপদাহের সময় ভারতে এই ভাইরাসের উৎপত্তি হয়ে থাকতে পারে।

চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের একটি দলের ওই দাবিতে বলা হয়, গত গ্রীস্মে ভাইরাসটি আত্মপ্রকাশ করে থাকতে পারে। ভাইরাসটি দূষিত পানির মাধ্যমে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়ে পড়ে বলে দাবি করেন ওই বিজ্ঞানীরা। তাদের মতে, ওই ৯টি দেশের কোনো একটিতে ভাইরাসটি উৎপত্তি হয়ে চীনে আসে।
বিজ্ঞানীরা অবশ্য এ ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণ দেননি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বর্তমানে চীনে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণা করছে।

সূত্র : ডেইলি মেইল

 


আরো সংবাদ



premium cement