২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফ্রান্সবিরোধী স্ট্যাটাস দেয়ায় বাংলাদেশীদের বিতাড়িত করলো সিঙ্গাপুর

- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সবিরোধী পোস্ট দেয়ার মাধ্যমে সহিংসতা উস্কে দেয়া ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির দায়ে ১৫ বাংলাদেশীকে সিঙ্গাপুর থেকে বিতাড়িত করেছে দেশটির সরকার৷

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় ইউরোপের দেশ ফ্রান্সে এখন ‘হাই এলার্ট' জারি রয়েছে৷ এসব হামলার মধ্যে একটি ঘটনায় একজন শিক্ষককে হত্যা করা হয়েছিল, যিনি তার শিক্ষার্থীদের মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে আঁকা কার্টুন দেখিয়েছিলেন৷ এছাড়া নিস শহরে একটি চার্চে প্রাণঘাতী হামলাও চালানো হয়৷

শিক্ষকের উপর হামলার ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কার্টুন প্রকাশকে ‘মানুষের অধিকার’ হিসেবে বর্ণনা করেন এবং ‘এই অধিকার’ রক্ষা করা হবে বলে জানান৷ এরপরই সারা বিশ্বে মাক্রোঁর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷

বাংলাদেশে মাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ, সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ৷ প্রতিবাদকারীরা ম্যাক্রোঁর কুশপুত্তলিকাও আগুনে পুড়িয়ে দেন।

বাংলাদেশীদের বিতাড়িত করার বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিল দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এবং তাদের তদন্তের ভিত্তিতে বাংলাদেশীদের বিতাড়িত করা হয়েছে৷

‘যে বাংলাদেশীদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে,’ জানিয়েছে মন্ত্রণালয়৷

তবে, সেসব ফেসবুক পোস্টের বিস্তারিত প্রকাশ করেনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ৷

উল্লেখ্য, সিঙ্গাপুরের বাসিন্দাদের অধিকাংশই নৃতাত্ত্বিকভাবে চীনা বংশোদ্ভূত হলেও সেখানে অনেক মুসলমানও বসবাস করেন৷ দেশটিতে তিন লাখের মতো স্বল্প বেতনের অভিবাসী শ্রমিক রয়েছেন, যাদের অধিকাংশই দক্ষিণ এশীয়।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল