২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন

লি কুন হি - ছবি - সংগৃহীত

স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি কুন হি ৭৮ বছর বয়সে রোববার মারা গেছেন। তিনিই দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন।

লি’র নেতৃত্বে স্যামসাং বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপস নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং কোম্পানিটির বার্ষিক লেনদেন বর্তমানে দক্ষিণ কোরিয়ার জিডিপি’র এক পঞ্চমাংশ।

লি সাধারণ জীবন যাপন করতেন। ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। তার অবস্থা সম্পর্কে খুব কমই জানা যেত, এমনকি তার শেষ দিনগুলোও রহস্যের বাতাবরণে ঢাকা পড়ে রয়েছে।

কোম্পানি এক বিবৃতিতে বলেছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি’র মৃত্যু ঘোষণা করছি। চেয়াম্যান লি তার পরিবারের উপস্থিতিতে ২৫ অক্টোবর মারা গেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি তার পাশে ছিলেন।

তার রেখে যাওয়া কর্ম চিরস্থায়ী হবে- এ কথা উল্লেখ করে কোম্পানি বিবৃতিতে জানায়, চেয়ারম্যান লি ছিলেন অত্যন্ত দূরদর্শী, যিনি স্যামসাংকে স্থানীয় পর্যায় থেকে বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ও শিল্প প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

পরিবার নিয়ন্ত্রিত বৃহত্তম এই শিল্প প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যও নিয়ন্ত্রণ করছে।


আরো সংবাদ



premium cement