২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চীনের কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপদ: দ্য ল্যানসেট

-

প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দ্য ল্যানসেট ইকফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশ করা হয়েছে যে, সার্স-কোভ-২ ভাইরাসটি নিষ্ক্রিয় করার ক্ষেত্রে চীনের একটি কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপদ।

এ গবেষণায় ১৮ থেকে ৮০ বছর বয়সের অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করা হয় এবং দেখা গেছে যে, ভ্যাকসিন গ্রহণকারী সবার মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে।

তবে ১৮-৫৯ বছর বয়স্ক অংশগ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি ২৮ দিনের মধ্যে তৈরি হলেও ৬০ বা তার বেশি বয়সের অংশগ্রহণকারীদের শরীরে প্রতিক্রিয়া ধীর গতির ছিল, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লেগেছে ৪২ দিন।

এ পরীক্ষাটি ভ্যাকসিনের কার্যকারিতা নির্ধারণের জন্য পরিচালিত হয়নি, সুতরাং বিবিআইবিপি-কর্ভ নামক ভ্যাকসিনটি দ্বারা তৈরি অ্যান্টিবডি সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে যথেষ্ট কি না তা এখনই বলা সম্ভব নয়।

ল্যানসেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৪২টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর বেশ কয়েকটি ইতোমধ্যে নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বলে বিবেচিত হয়েছে।


আরো সংবাদ



premium cement