২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আফগানিস্তানে রাস্তার ধারে পেতে রাখা বোমায় নিহত ২

- ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শনিবার একটি রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে দু’জন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি শনিবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।

মুরাদি সাংবাদিকদের বলেন, আলী আবাদ জেলায় সকালে বিস্ফোরণে দু’জন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অপর এক কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর যানবাহন লক্ষ্য করে তালেবানদের রাস্তায় বোমা পুতে রাখার অভিযোগ করেন।

তালেবানরা মূলতঃ রাস্তার ধারে পেতে রাখা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে। তারা কাশ্মির প্রদেশের কিছু এলাকা এবং রাজধানী কাবুলের আড়াইশ’ কিলোমিটার উত্তরে তাদের তৎপরতা তীব্র করে তুলেছে। তবে তারা এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।


আরো সংবাদ



premium cement