২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বছরে করোনা ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরি করবে চীন

-

চীনে নতুন কারখানা নির্মাণ ও আধুনিকায়নে তড়িৎ উদ্যোগ নেয়ার পর ২০২১ সালের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বছরে ১০০ কোটি ডোজ ছাড়িয়ে যাবে বলে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। খবর এপি।

জাতীয় স্বাস্থ্য কমিশনের ঝেং ঝংওয়ে জানান, এ বছরের শেষের দিকে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা ৬১ কোটি ডোজে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরের বছর আমাদের বার্ষিক ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা ১০০ কোটি ডোজ ছাড়িয়ে যাবে।’

আমেরিকান ফার্মাসিউটিকাল জায়ান্ট ফাইজার এবং মডের্না ২০২১ সাল নাগাদ ১০০ কোটি ডোজ উৎপাদনের ঘোষণা দিয়েছে।

ঝেং বলেন, ভ্যাকসিনগুলো সাধারণ মানুষের কাছে সরবরাহ করার আগে স্বাস্থ্যকর্মী, সীমান্তকর্মী এবং বয়স্কদের মতো ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।


আরো সংবাদ



premium cement